Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

কুষ্টিয়া পৌরসভা এবং ১2 টি  ইউনিয়ন  নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কাযর্ক্রম পরিব্যপ্ত। হাটশ হরিপুর,আলামপুর,জিয়ারখী,আইলচারা,পাটিকাবাড়ী,ঝাউদিয়া, উজানগ্রাম,আব্দালপুর,হরিনারায়নপুর,মনোহরদিয়া,গোস্বামী দূর্গাপুর, বটতৈল এবং কুষ্টিয়া পৌরসভা নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার  প্রাথমিক শিক্ষার কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অত্র উপজেলার ৭ টি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদিত পদের বিপরীতে  ৭ জন অফিসারই কর্মরত আছেন।  কুষ্টিয়া সদর  উপজেলায় সর্বমোট ১৫2 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 282 টি কিন্ডারগার্টেন রয়েছে। ১৫2 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে ১৫১ টি প্রধান  শিক্ষক এবং 822 টি সহকারী শিক্ষকের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে 84 জন প্রধান শিক্ষক এবং 796  জন  সহকারী শিক্ষক কর্মরত আছেন। কর্মরত শিক্ষকগণের মধ্যে পুরুষ শিক্ষক 579 জন এবং মহিলা শিক্ষক 312 জন। ২০২২ সালে কুষ্টিয়া সদর উপজেলার ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ছাত্র-ছাত্রী 35746 জন।যার মধ্যে ছাত্র 17459জন ও 18287 জন ছাত্রী রয়েছে।  সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরীর প্রাথমিক বিদ্যালয় মিলিয়ে সর্বমোট  ছাত্র-ছাত্রীর সংখ্যা 75456  জন। এর মধ্যে ছাত্র 38211 জন ছাত্রী 37245 জন।